এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগে পঞ্চম রাউন্ডে বুধবার রাতে হয়েছে অনেক নাটকীয়তা। রিয়াল মাদ্রিদকে প্রায় আটকেই দিয়েছিল অলিম্পিয়াকোস, একাই দলকে টেনেছেন কাইলিয়ান এমবাপে। পিএসজির বিপক্ষে ৩ গোল করেও জিততে পারেনি টটেনহ্যাম হটস্পার। ১০ বছর পর বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতেছে আর্সেনাল, মৌসুমের প্রথম হার দেখেছে বাভারিয়ানরা। অ্যানফিল্ডে বড় ব্যবধানে হেরেছে লিভারপুল। রাতে সবমিলিয়ে গোল হয় ৪২টি।
অলিম্পিয়াকোসের মাঠ জর্জিওস কারাইস্কাকিস স্টেডিয়ামে টানটান উত্তেজনার ম্যাচে ৪-৩ গোলে জিতেছে রিয়াল। অষ্টম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। আয়ুব এল কাবির পাসে গোল করেন চিকুইনহো। ম্যাচে ফিরতে বেগও পেতে হয়নি লস ব্লাঙ্কোসদের। এমবাপে একাই ধস নামান প্রতিপক্ষ জালে। প্রথমার্ধের ২২ মিনিটে ভিনিসিয়াসের পাসে, ২৪ মিনিটে আর্দা গুলেরের অ্যাসিস্টে এবং ২৯ মিনিটে এডুয়ার্দে কামাভিঙ্গার সাহায্যে গোল করেন ফরাসি তারকা। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক, এমবাপের সময় লেগেছে ৬ মিনিট ৪২ সেকেন্ড। চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম হ্যাটট্রিকের মালিক মোহাম্মেদ সালাহ, লেগেছিল ৬ মিনিট ১৩ সেকেন্ড। লিভারপুলের হয়ে ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে মাইলফলক স্পর্শ করেন।
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দ্বিতীয় গোলটি পায় অলিম্পিয়াকোস, সান্তিয়াগো হেজের অ্যাসিস্টে গোল করেন মেহদি তারেমি। ৫৯ মিনিটে নিজের এবং দলের চতুর্থ গোলটি করেন এমবাপে, এবারও ভিনির পাসে জালের দেখা পান। ৮১ মিনিটে গ্যাব্রিয়েল স্ট্রেফেজ্জার গোলে ব্যবধান কমায় গ্রিসের ক্লাবটি।
রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। ২২ মিনিটে এগিয়ে যায় গানাররা, বুকায়ো সাকার কর্নার থেকে গোল করেন জুরিয়েন টিম্বার। ৩২ মিনিটে সমতায় ফেরে বাভারিয়ানরা। সার্জে গ্যানাব্রের পাসে গোল করেন লিনার্ট কার্ল। এ ম্যাচেই চ্যাম্পিয়ন্স লিগে এ আসরে প্রথম গোল হজম করেছে আর্সেনাল। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় দল দুটি। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে রিকার্ডো কালাফিরইয়ের পাসে গোল করেন ননি মাদুইকে। ৭৭ মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, সেসময় জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার সামনে এসে বাধা দিতে গেলে ব্যর্থ হন, তৃতীয় গোলটি পায় আর্সেনাল। এ ম্যাচে দুদলের কোচ মিকেল আর্তেতা এবং ভিনসেন্ট কোম্পানি হলুদ কার্ড দেখেন।
আরেক ম্যাচে প্যারিসে ভিতিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৩৫ মিনিটে সফরকারীদের লিড এনে দেন রিচার্লিসন। ভিতিনহার গোলে ৪৫ মিনিটে সমতায় ফেরে পিএসজি। দ্বিতীয়ার্ধে আবারও লিড পায় লন্ডনের ক্লাবটি, গোল করেন কোলো মুয়ানি। ৫৩ মিনিটে আবার সমতায় ফেরে পিএসজি, খিভিচা কাভারতস্কখেলিয়া অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। পিএসজির হয়ে ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন ফ্যাবিয়ান রুইজ এবং ৬৫ মিনিটে চতুর্থ গোল করেন উইলিয়ান পাচো। ৭২ মিনিটে মুয়ানির দ্বিতীয় গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। ৭৬ মিনিটে পেনাল্টি পায় পিএসজি, হ্যাটট্রিক পূর্ণ করেন ভিতিনহা।
অ্যানফিল্ডে তুলনামূলক শক্তিতে কিছুটা পিছিয়ে থাকা পিএসভির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি পায় ডাচ ক্লাবটি, গোল করে দলকে এগিয়ে দেন ইভান পেরেসিচ। ১৬ মিনিটে ডমিনিক সোবোসলাই গোলে ম্যাচে ফেরে অল রেডরা। দ্বিতীয়ার্ধের পর ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি আর্নে স্লটের শিষ্যরা। ৫৬ মিনিটে পিএসভির লিড এনে দেন গাস টিল। ৭৩ মিনিটে ব্যবধান দিগুণ করেন কুহাইব ড্রিউইচ, যোগ করা সময় নিজের দ্বিতীয় গোলে পিএসভির স্কোরবোর্ডে চতুর্থ গোল যুক্ত করেন ড্রিউইচ।
মাদ্রিদে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের নবম মিনিটে জুলিয়ান আলভারাজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। ৫৪ মিনিটে পিওর জেলেনস্কির গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে মারিয়া গিমেঞ্জের গোলে জয় পায় স্প্যানিশ ক্লাবটি।
বুধবার রাতের বাকি ম্যাচে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে আটালান্টা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন ৩-০তে জয় পেয়েছে ক্লাব ব্রুগে বিপক্ষে। ডেনিশ ক্লাব কোপেনহেগেনের কাছে ৩-২ গোলে হেরেছে কাইরাত আলমাতি, পাফোস ও মোনাকোর ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।








