চ্যাম্পিয়ন্স লিগে সপ্তম রাউন্ডের রাতে কাইলিয়ান এমবাপের জোড়া গোলে মোনাকোর বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর্সেনালের জয়যাত্রা থামছেই না, আসরে একমাত্র অপরাজিত দল তারা। ইন্টার মিলানকে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। শক্তিতে পিছিয়ে থাকা বোডো/গ্লিমটের কাছে হেরেছে ম্যানচেস্টার সিটি। স্পোর্টিং লিসবনের বিপক্ষে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও।
সান্তিয়াগো বার্নাব্যুতে মোনাকোকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের পঞ্চম মিনিটে স্প্যানিশ জায়ান্টদের লিড এনে দেন এমবাপে। ২৬ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফরাসি তারকা। ২-০তে এগিয়ে বিরতিতে যায় রিয়াল। ৫১তম মিনিটে তৃতীয় গোলটি করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ৫৫ মিনিটে মোনাকোর থিলো কেহের নিজের জালে বল জোড়ালে ৪-০তে এগিয়ে যায় স্বাগতিকরা। ৬৩ মিনিটে বোর্ডে পঞ্চম গোল যুক্ত করেন ভিনিসিয়াস জুনিয়র। ৭২ মিনিটে অবশ্য জর্ডান টেজে একটি গোল শোধ করলে ব্যবধান কিছুটা কমে। ৮০ মিনিটে আরও ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম।
আর মিলানের সান সিরো স্টেডিয়ামে গ্যাব্রিয়েল জেসাসের গোলে ১০ মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। ১৮ মিনিটে সমতায় ফেরান পিটার সুকিক। ৩১তম মিনিটে আবারও এগিয়ে দেন জেসাস। ২-১ গোলে পিছিয়ে বিরতিতে যায় ইন্টার। ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান বাড়ান ভিক্টর গায়কোরেস। ৩-১গলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
ম্যানচেস্টার সিটির থেকে শক্তিমত্তায় বেশ পিছিয়ে নরওয়ের বোডো/গ্লিমট। তাদের মাঠে সিটিকে রুখে দিয়েছে দলটি। পেপ গার্দিওলার শিষ্যদের ৩-১ গোলে হারিয়েছে তারা। ২২ এবং ২৪ মিনিটে ক্যাসপার ভারস্ট হোগের জোড়া গোলে এগিয়ে যায় বোডো। দ্বিতীয়ার্ধের জেন্স হ্যুগ তৃতীয় গোলটি করেন। ৬০ মিনিটে রায়ান চেরকির গোলে ব্যবধান কিছু কমালেও হার এড়াতে পারেনি ম্যানসিটি।
গত আসরের চ্যাম্পিয়ন পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। ৭৪তম মিনিটে লিসবনকে এগিয়ে দেন লুইস সুয়ারেজ। ৭৯তম মিনিটে সমতায় ফেরে পিএসজি, গোল করেন খভিচা কভারতসখেলিয়া। ৯০ মিনিটে আবার লুইস গোল করলে শেষ মুহূর্তের এসে ২-১ ব্যবধানে জিতে যায় লিসবন।
বাকি ম্যাচে ভিয়ারিয়াল ২-১ গোলে হারিয়েছের আয়াক্সকে। টটেনহ্যাম হটস্পার ২-০তে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে।
অলিম্পিয়াকোস ২-০ গোলে জয় পেয়েছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে।








