বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে গত মৌসুমে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ওই ফাইনালের চার বছর পর আবারও জার্মান জায়ান্টদের মাঠে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ২০২৭-২৮ মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ের ফাইনাল হবে অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে।
তারপরের বছরের ফাইনালটির আয়োজনের দৌড়ে আছে লন্ডনের ওয়েম্বলি ও বার্সেলোনার নতুন সংস্কার করা ন্যু ক্যাম্প স্টেডিয়ামটি। উয়েফা নিশ্চিত করেছে, এ পর্যন্ত দুটি ভেন্যুর প্রস্তাব করা হয়েছে। তবে তা চূড়ান্ত করা হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে। তবে ২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য একমাত্র দরপত্র আহবান করেছে বায়ার্ন মিউনিখ।
চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু অ্যাটলেটিকোর মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানোতে।
সবশেষ ১৯৯৯ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করা হয়েছিল ক্যাম্প ন্যু’তে। সেবার ইনজুরি টাইমের জোড়া গোলে বায়ার্নকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য একমাত্র দরপত্র আহবান করায় আবারও ফাইনাল হতে পারে স্টেডিয়ামটিতে।








