খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা প্রায় ৫০০ জনকে আসামি করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আহসান হাবিব জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খান জাহান আলী থানায় এই মামলা করেছেন। তদন্তপূর্বক দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি দেখা হচ্ছে।
অন্যদিকে কুয়েটের সাধারণ ছাত্ররা তাদের ৬ দফা দাবি নিয়ে ক্যাম্পাসে অবস্থান করে আজ সকাল সাড়ে ১১টার দিকে কুয়েটের দুর্বার বাংলার সামনে সাধারণ শিক্ষার্থী একত্রিত হয় এবং তারা লাল কার্ড পরিদর্শনের মাধ্যমে কুয়েটের সকল ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষিত করে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। হামলার শিকার সাধারণ শিক্ষার্থীদের ন্যায়বিচারপ্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। এছাড়াও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ৪ সদস্যের কমিটি গঠন করা হয় এবং ৩ (তিন) কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।








