এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কর্মচাঞ্চল্যে ফিরছে দেশের মানুষ। দীর্ঘসময় কারফিউ শিথিল থাকায় খুলতে শুরু করেছে দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
রংপুরে এক সপ্তাহ পর ৮ ঘন্টা কারফিউ শিথিল করায় কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। জেলার ৮ উপজেলায় শপিং মল, দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। দূরপাল্লার যানবাহন ছেড়ে না যাওয়ায় পরিবহন শ্রমিকরা এখনও বেকার। বেশিরভাগ শ্রমজীবিরা কাজ না পেয়ে অলস সময় পার করেছেন। মানুষের জানমালের নিরাপত্তায় নগরীর মোড়ে মোড়ে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।
বুধবার ২৪ জুলাই সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করায় ময়মনসিংহে জনজীবনে স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। বাস চলাচল শুরু করেছে। অফিস আদালত, ব্যাংকসহ দোকানপাট খুলে দেয়ায় সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরেছে।
রাজশাহীতে চালু হয়েছে অফিস আদালত, ব্যাংক বীমা ও কলকারখানা। রাজশাহী পশ্চিমঞ্চাল রেলওয়ে স্টেশন থেকে সারা দেশের কোন ট্রেন ছেড়ে না গেলেও দুর পাল্লার দু-একটি বাস চলাচল শুরু করেছে।
মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে আইনশৃংখলা বাহিনীর টহল অব্যাহত আছে। ব্যবসা প্রতিষ্ঠানে কেনাকাটা তেমন না থাকলেও ব্যাংকগুলোতে গ্রাহকদের ভীড়। তবে ইন্টারনেট সেবা স্বাভাবিক না হওয়ায় আইটি র্ফামগুলো ও ফ্রিল্যান্সাররা সমস্যয় রয়েছেন। রাজশাহী বিভাগের নতুন করে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।








