আপনি তাকে ‘টুইলাইট’-এর বেলা সোয়ান চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দেখেছেন। তার অসাধারণ অভিনয় যে কোনো দর্শকের জন্য উপভোগ্যের। এবার অভিনেত্রী হিসেবে নয়, দেখার পালা পরিচালনায় ক্রিস্টেন স্টুয়ার্টের প্রতিভা! তার নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ‘দ্য ক্রনোলোজি অব ওয়াটার’!
আর প্রথম ছবিটিই জায়গা করে নিয়েছে আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। বহু প্রতীক্ষিত এই উৎসবটি চলবে ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত। যেখানে বিশ্বজুড়ে খ্যাতনামা চলচ্চিত্রকাররা একত্রিত হবেন সিনেমার উৎসব উদ্যাপন করতে। আর এখানেই বিশ্বপ্রিমিয়ারের জন্য প্রস্তুত ক্রিস্টেন!
চলুন, স্টুয়ার্টের এই প্রথম পরিচালিত সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে, তা একবার দেখে নেওয়া যাক-
‘দ্য ক্রনোলোজি অব ওয়াটার’ ছবিটি নির্মিত হয়েছে লিডিয়া ইউকনাভিচ-এর একই নামের আত্মজীবনীর (মেমোয়ার) উপর ভিত্তি করে। যা প্রকাশিত হয়েছিল ২০১১ সালে। কাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন তরুণী। যে আত্ম-অন্বেষণের এক যাত্রায় বের হয় এবং সাঁতারে মুক্তি খুঁজে পায়। পরবর্তীতে সে একজন লেখক এবং শিক্ষক হয়ে ওঠে। পুরো যাত্রাটি আত্মপরিচয়, যৌনতা এবং একজন মানব হিসেবে অস্তিত্বের জটিলতা অনুধাবনের গল্প।
এই ছবির মাধ্যমে অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট পরিচালনার জগতে পা রাখছেন। তিনি অ্যান্ডি মিনগো-র সঙ্গে মিলে চিত্রনাট্যও লিখেছেন। মূল চরিত্র লিডিয়ার ভূমিকায় অভিনয় করেছেন ইমোজেন পুটস। এছাড়াও সহ-অভিনেতা হিসেবে থাকছেন থোরা বার্চ, আর্ল কেভ, কিম গর্ডন এবং জিম বেলুশি। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন রিডলি স্কট এবং মাইকেল প্রাসসহ আরও অনেকে।
প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের গ্রীষ্মে ছবিটির শুটিং হয়েছে লাটভিয়া এবং মাল্টায়। টানা ছয় সপ্তাহ ধরে সেখানে হয়েছে শুটিং। এই চলচ্চিত্রে স্টুয়ার্ট এমন কিছু সংবেদনশীল ও জটিল বিষয় নিয়ে কাজ করেছেন—যেমন রক্তস্রাব ও রক্তসম্পর্কীয় যৌন নির্যাতন—যেগুলো একজন নারীর নিজের শরীরকে জানার, বুঝার ও উপলব্ধি করার জার্নির মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে।
২০২৫-এর কান উৎসবে ‘দ্য ক্রনোলোজি অব ওয়াটার’ ছবিটি ‘আঁ সার্তে রিগা’ বিভাগে প্রদর্শিত হবে, যেখানে আরও ১৯টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে আনা কাজেনাভা কাঁবের লাভ এন্ড টেন্ডার, হুবে শারুয়েলের মিটিওরস হ্যারিস ডিকিনসনের অরচিন, নীরজ ঘেওয়ানের হোমবাউন্ড এবং অভিনেত্রী স্কারলেট জোহানসনের পরিচালিত ছবি ‘ইলিওনর দ্য গ্রেট’। –ইনডালজ








