নাইজেরিয়ার জাতীয় দলের ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান কনফেডারেশন আফ্রিকান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সোমবার মরক্কোর মারাকেশের এক অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। ইতালিয়ান ক্লাব আটালান্টার হয়ে পুরো মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে গেছেন ২৭ বর্ষী তারকা।
জাম্বিয়ার বারবারা ব্যান্ডা আফ্রিকার বর্ষসেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অরল্যান্ডো প্রাইডের হয়ে মেয়েদের সুপার লিগ চ্যাম্পিয়নশিপে ওয়াশিংটন স্পিরিটের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন এ তারকা।
আটালান্টার ১১৭ বছরের ইতিহাসে ইউরোপা লিগের প্রথম শিরোপা ঘরে তোলার ম্যাচ ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন। এটি ক্লাবটির ইতিহাসে মাত্র দ্বিতীয়তম শিরোপা। আফ্রিকান কাপ অব নেশনসে নাইজেরিয়ার ফাইনালে যাওয়ার পথে তিন গোল করেছিলেন লুকম্যান।
আফ্রিকান বর্ষসেরা পুরস্কার জেতার প্রতিক্রিয়ায় লুকম্যান জানিয়েছেন, ‘এই পুরস্কার একটি আশীর্বাদ। আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাওয়া অবিশ্বাস্য একটি বিষয়। চার বছর আগে আমার ক্যারিয়ার খারাপ ছিল কিন্তু এখন আমি আফ্রিকার সেরা খেলোয়াড় হিসেবে এখানে এসেছি। আপনার ব্যর্থতাগুলোর জন্য নিজের স্বপ্নকে থামতে দেবেন না’








