এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্রথমবার ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে চলেছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী বছর ১১ জুন মেক্সিকো অ্যাজতেকা স্টেডিয়ামে গড়াবে আসরের উদ্বোধনী ম্যাচ। বিশ্বকাপকে সামনে রেখে ফিফা জানিয়েছে দর্শকরা বিশ্বকাপের টিকিটের জন্য প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন চলতি বছরের ১০ সেপ্টেম্বর থেকে।
এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা জানায়, বিশ্বকাপ টিকিটের চাহিদা অনেক বেশি থাকায় পর্যায়ক্রমে টিকিট ছাড়া হবে। কারণ যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া ফিফা ক্লাব বিশ্বকাপের টিকিট নিয়ে নানা রকম ভোগান্তিতে পড়তে হয়েছিল তাদের।
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বার্তায় বলেছেন, ‘‘উত্তর আমেরিকায় ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ কে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। সবসময় বিশ্বব্যাপী সমর্থকদের টিকিট ক্রয় ও বিশ্বকাপে তাদের অংশগ্রহণের জন্য আমরা উৎসাহিত করি।’
এর আগে ২০২৩ সালেই ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল মোড়ক ও ব্র্যান্ডিং উন্মোচন করে ফিফা। মোড়কের বার্তায় বলা হয় ‘আমরা ২৬’। যার অর্থ পুনরায় সমবেত হওয়ার আকুতি। এটি এমন এক মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং পুরো মহাদেশ সমবেত কণ্ঠে বলছে, বিশ্বকে স্বাগত জানাতে আমরা এক।







