এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তোরি হুসকে। দেশটির দ্বিতীয় স্বর্ণপদক এটি। ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা ঘরে তুলেছেন ইতালির সাঁতারু নিকোলো মার্তিনেঙ্গি।
বাটারফ্লাইয়ে সোনা জয়ের পথে ৫৫.৫৯ সেকেন্ড সময় নেন হুসকে। ৫৫.৬৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন তারই স্বদেশী গ্রেচেন ওয়ালশ। ৫৬.২১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন চীনের ইয়ুফেই ঝ্যাং।
ব্রেস্টস্ট্রোকে মার্তিনেঙ্গি ৫৯.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। গত দুই আসরের চ্যাম্পিয়ন ব্রিটিশ তারকা অ্যাডাম পিটি ৫৯.০৫ সেকেন্ড নিয়ে রৌপ্য জিতেছেন। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রৌপ্য পদকের মালিক বনেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্ক।







