এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসাইলের বাইখোলা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। এছাড়া ফেনী–চট্টগ্রাম সড়কের ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার রাতের ভিন্ন ভিন্ন সময়ে এসব ঘটনা হয়।
টাঙ্গাইল: দিবাগত রাত ১২ টার দিকে বাসাইলের বাইখোলা এলাকায় বাংলা স্টার পরিবহনের বাসে আগুন দেয়া হয়।।
এছাড়াও একই সময়ে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পৌলি এলাকায় টায়ারে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, ঐ খোলা এলাকায় দুর্ঘটনার কারণে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়ছিলো। এরমধ্যে পাবনাগামী বাংলা স্টার পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসের চালক ও হেলপার জানিয়েছে যাত্রীবাহী বাসের পেছনে শব্দ হয়। পরে বাসে আগুন লাগলে যাত্রী ও চালক হেলপার নেমে যায়। পেট্রোল বোমা কিনা এ বিষয়ে ওসি কিছু বলেনি।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে একটি দাড়িয়ে থাকা বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টার দিকে ফেনী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা ঘটনার ধরণ দেখে এটি নাশকতার চেষ্টা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করতে পারেনি। তবে নাশকতার সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে মহাসড়কের রামপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি দাড়িয়ে থাকা রানি-রানা নামের বাসের চালকের আসনে আগুন লাগাতে দেখা যায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। আগুনে বাসের চালকের আসনের পাশে কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রাথমিক তথ্য সংগ্রহ করে।








