এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চ্যানেল আই কার্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৫ মে) বিইউপি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় বসাক পার্থর তত্ত্বাবধায়নে চ্যানেল আই পরিদর্শন করেন ১৬ জন শিক্ষার্থী। তারা সেসময় চ্যানেল আইয়ের বার্তাকক্ষের বিভিন্ন বিভাগ, এডিট প্যানেল, উন্নয়ন সাংবাদিকতা বিভাগ, অনলাইন, মাল্টিমিডিয়া, নিউজ স্টুডিও ও প্রোগ্রাম স্টুডিও ঘুরে দেখেন।
পরে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।






