সিলেটে দিন দিন বাড়ছে তরমুজ আবাদ। এবার সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেলার গোয়াইনঘাট উপজেলায়। উপজেলার অনাবাদি জমিগুলো এখন উচ্চমূল্যের ফসল তরমুজে ভরপুর। আনারকলি সহ বিভিন্ন ধরনের হাইব্রিড তরমুজের আবাদে ভালো ফলনের পাশাপাশি বাজারে ভালো দামে বিক্রি করছেন তরমুজ চাষিরা।






