বুয়েটে মৌলবাদ ও জঙ্গি গোষ্ঠী যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর রাখার দাবি জানিয়েছেন, বুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা ও আইইবি’র প্রকৌশলীরা। উপাচার্য বলেছেন, আইন অনুযায়ী ইমতিয়াজ রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আদালতের নির্দেশনা মানতে হবে। আন্দোলনত শিক্ষার্থীদের একাংশ ছাত্র রাজনীতির পক্ষে মত দিয়েছেন।







