সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়তে দেখা যায়। কেউ কেউ আবার মনগড়া তথ্য সাজিয়ে ডলার আয়ের আশায় ভিডিও বানিয়ে থাকেন। চিত্রনায়িকা শবনম বুবলী জানালেন, তিনি এমনও দেখেছেন যে অনেক নারীরা হিজাব পরে গুজব নিয়ে মিথ্যা ভিডিও বানাচ্ছে।
এসব ভিত্তিহীন ভিডিও যারা বানাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া উচিত বলে মন্তব্য করেন বুবলী।
সম্প্রতি রাজধানীর বনানীতে বিউটিওলোজি এসথেটিক ক্লিনিকের শো-রুম উদ্বোধনে গিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রায়ই গুজবের শিকার হওয়া প্রসঙ্গে কথা বলেন বুবলী।
শবনম বুবলী বলেন, সোশ্যাল মিডিয়াতে এতো ট্রল হওয়া ও বুলিং হতে দেখে আমার অনেক সহকর্মীরাই আমাকে বলেছেন, আপু আপনি ব্যবস্থা নিন। আর এখন তো এআই এসেছে। এটার অপব্যবহার করে নানানভাবে আজেবাজে ভিডিও তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিইনি। তবে এখন মনে হচ্ছে নেয়া উচিত। কারণ, এড়িয়ে যেতে যেতে এসব মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের দেশে সাইবার ক্রাইম দমন আইন রয়েছে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল।
সোশ্যাল মিডিয়াতে ডলার আয়ের প্রসঙ্গ টেনে বুবলী বলেন, পজিটিভ কিছু বললে তো ভিউ হবেনা। এজন্য এআই ব্যবহার করে বিভিন্ন মিথ্যে এবং গুজব জিনিস তৈরি করে।
বুবলী আরও বলেন, আমি দেখেছি ইদানিং মেয়েরা মেয়েদেরকেই বেশি ট্রল করে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি দেখেছি অনেক হিজাব পরা নারী আছে, তারা মিথ্যা ও গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমি মনে করি এটা আমাদের ইসলামকে অবমাননা করা। কারণ ইসলামে রয়েছে গীবত করা জঘন্যতম কাজ হিসেবে গর্হিত করা হয়।
বুবলী মনে করেন, এ ধরনের গুজব তৈরি বন্ধ হওয়া উচিত। একই সাথে দেশের বাইরেও আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হয় এটা বন্ধ হওয়া উচিত।








