এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারতে আটক ১৫ বাংলাদেশিকে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তলুইগাছা সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। রাতে তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে বিজিবি।
এসব বাংলাদেশি নাগরিকরা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। এদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এসব বাংলাদেশিরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে ভারতীয় বিএসএফের আমুদিয়া কোম্পানী কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানী কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের হস্তান্তর করে। বিজিবি তাদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করেছে।
পরিচয় যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।







