তিন ম্যাচের টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে এখন সাউথ আফ্রিকা। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারীরা ১৭ রানে হারে। মঙ্গলবার ডারভিনে দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের দেয়া ২১৯ রানের লক্ষ্যে পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়া। ১৬৫ রানে স্বাগতিকরা হারায় সব উইকেট। ৫৩ রানের জয় পায় সাউথ আফ্রিকা। সিরিজে এখন সমতা।
টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়াদের। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সাউথ আফ্রিকা। বড় সংগ্রহের জন্য ত্রাতা হয়ে আসেন ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে ত্রিস্তান স্টাবসের সাথে জুটি গড়েন ১২৬ রানের।
সাউথ আফ্রিকার হয়ে এদিন ছোট সংস্করণের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেছেন ব্রেভিস। ৫৬ বল খেলে করেন ১২৫ রান। ইনিংস সাজানো ১২ চার ও ৮ ছক্কায়। ত্রিস্তান খেলেন ৩১ রানে ইনিংস।

বিশাল লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া নেমে শুরুতে ভালোই করছিল। করবিন বোস ও কেনা এম্ফাকার বোলিং তাণ্ডবের শিকার হতে হয় অজিদের। দুজনই তুলে নেন তিনটি করে উইকেট। বাকি চার বোলার নেন একটি করে উইকেট।
অজিদের মধ্যে সবচেয়ে বেশি রান করেন টিম ডেভিড। ২৪ বল খেলে ৫০ রান তোলেন। তার ইনিংস সাজানো চার ছক্কা ও চার চারে। তাকে ফেরান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। দ্বিতীয় সর্বোচ্চ রান তোলেন অ্যালেক্স ক্যারি। তিন চারে ২৬ বল খেলে করেন ২৬ রান।
প্রথম ম্যাচে একই ভেন্যুতে টিম ডেভিডের ৮৫ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার দেয়া ১৭৯ রান তাড়া করতে সাউথ আফ্রিকা ব্যর্থ হয়। ৯ উইকেটে প্রোটিয়ারা অজিদের বিপক্ষে করেছিল ১৬১ রান।
সিরিজ নির্ধারণী শেষ টি-টুয়েন্টি ১৬ আগস্ট, কারিন্সে নামবে দুদল। টি-টুয়েন্টি সিরিজ শেষে ১৯ আগস্ট প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে তারা।








