এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ছেলেদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক ম্যাচ হয়েছে। যোগ করা সময়ের শেষ মিনিটে গোল করে ব্রাজিলকে সেমিফাইনালে তুলেছেন ডেল। ২-১ গোলের জয়ে সেমিফাইনালে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগালকে।
কাতারের অ্যাসপায়ার জোন পিচ-৭ এর ম্যাচে প্রথমে গোল করে ব্রাজিল। দলটির ফরোয়ার্ড ডেলের থেকে দুটি গোল আসে। মরক্কোর যুবাদের হয়ে একমাত্র গোলটি আসে জিয়াদ বাহার থেকে।
ম্যাচের ১৬ মিনিটের সময় ব্রাজিলের ডেল প্রথম গোল করেন। প্রথমার্ধের নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাহার গোল থেকে ম্যাচে সমতায় আসে মরক্কো। পরে ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
বিরতির পর নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। এ সময় নাটকীয়তা জয়ে উঠে, ম্যাচ অতিরিক্তি সময়ে যাওয়ার অপেক্ষা মাত্র। তখন যোগ করা সময়ের শেষের মিনিটে গোল করে ব্রাজিলকে সেমিফাইনালে তুলে আনেন ওই ডেল। ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে যাওয়া পর্তুগালের মুখোমুখি হবে ব্রাজিল।








