এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সবশেষ ২০০২ সালে বিশ্বকাপ শিরোপা জিতেছিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ষষ্ঠ শিরোপার আশায় থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে। আসরে প্রথম ম্যাচে সেলেসাওরা মুখোমুখি হবে মরক্কোর।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান। তার পরদিন শনিবার আসন্ন আসরের সূচি প্রকাশ করেছে ফিফা।
আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হতে চলা ফুটবল মহাযজ্ঞের গ্রুপপর্বে মরক্কো, স্কটল্যান্ড, হাইতিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেলেসাওরা।
১৩ জুন নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আসরের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় ম্যাচে সেলেসাও মুখোমুখি হবে হাইতির। ১৯ জুন ফিলাডেলফিয়াতে ম্যাচটি গড়াবে। ২৪ জুন মিয়ামিতে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।
একনজরে গ্রুপপর্বে ব্রাজিলের ম্যাচের সূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)
১৩ জুন: ব্রাজিল-মরক্কো, নিউ জার্সি (সন্ধ্যা ৬টা)
১৯ জুন: ব্রাজিল-হাইতি, ফিলাডেলফিয়া (রাত ৯টা)
২৪ জুন: ব্রাজিল-স্কটল্যান্ড, মিয়ামি (সন্ধ্যা ৬টা)








