এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। চিরপ্রতিদ্বন্দ্বিতা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। ২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মুখোমুখি হয়েছিল দেশ দুটি। আর্জেন্টিনার মেয়েদের সঙ্গে ২৫ রানে জিতেছে ব্রাজিলের মেয়েরা।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে সোমবার রাতে সেন্ট আলবান্স ক্লাব মাঠে টসে হেরে ব্যাটিং পাওয়া ব্রাজিল পুরো ২০ ওভার খেলে ৮ উইকেটে করে ৬৯ রান। তাড়ায় নেমে ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হয় আর্জেন্টাইন মেয়েরা। দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৯ রানে হারিয়েছে কানাডা।
২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে হতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডাবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাইপর্বের গ্লোবাল রাউন্ডে।
১২ দলের আসরে ইতিমধ্যে ৮ দল সরাসরি জায়গা করে নিয়েছে। আর বাকি চার দল চূড়ান্ত হবে বাছাইপর্বের ম্যাচের মধ্য দিয়ে। এর মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট পেতে বাংলাদেশের মেয়েদেরও খেলতে হবে বাছাইপর্ব।
আগামী ১৭ মার্চ আবারও মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার মেয়েদের ক্রিকেট দল।


