বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো ইতোমধ্যে প্রধান কোচ চূড়ান্ত করেছে। দেশি ও বিদেশি কোচদের দেখা যাবে আসন্ন আসরে।
আগামী ডিসেম্বরের শেষদিকে গড়াবে বিপিএল। আসরে অংশ নেবে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
বিদেশি কোচদের মধ্যে ঢাকা ক্যাপিটালসের দায়িত্ব পেয়েছেন সাবেক বিশ্বকাপজয়ী ইংলিশ কোচ টবি রেডফোর্ড এবং রংপুর রাইডার্সের নিয়োগ দিয়েছে পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে। রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে থাকছেন শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিক।
দেশি কোচদের মধ্যে সিলেট টাইটানসের প্রধান কোচের দায়িত্বে থাকছেন সোহেল ইসলাম। ফ্র্যাঞ্চাইজিটির সিনিয়র সহকারি কোচ হিসেবে থাকছেন মাহমুদ ইমন, ব্যাটিং কোচ হিসেবে থাকছেন ইমরুল কায়েস এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন সৈয়দ রাসেল।
রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হান্নান সরকার, সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রাজিন সালেহকে। নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে থাকছেন মুমিনুল হক, সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন মিলন।








