এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দ্বাদশ আসরের। আসর সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের অধিনায়কের নাম জানিয়েছে। ৬টি দলই নেতৃত্বে দেশি ক্রিকেটারদের উপর ভরসা রাখছে।
সবার আগে অধিনায়কের নাম ঘোষণা করেছিল ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব দেবেন মোহাম্মদ মিঠুন। এরপর রাজশাহী ওয়ারিয়র্স অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম জানায়।
বাকি চারটি দল অধিনায়কের নাম জানিয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার। বরাবরের মত রংপুর রাইডার্সের নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। সিলেট টাইটানসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম রয়্যালসের নেতৃত্ব দেবেন শেখ মেহেদী হাসান, আর নোয়াখালী এক্সপ্রেসেরর নেতৃত্ব দেবেন কখনও জাতীয় না খেলা সৈকত আলী।








