সিলেট থেকে: বিপিএলের গত আসরে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক হোসেন। এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটে অবিক্রীত থেকে যান। সিলেট পর্ব গড়ানোর আগে অবশ্য দল পেলেন অভিজ্ঞ অলরাউন্ডার। আসরে তিন ম্যাচ খেলে জয়ের দেখা না পাওয়া ঢাকা ক্যাপিটালস টেনেছে তাকে। দল পেয়ে অনুভূতি তুলে ধরেছেন মোসাদ্দেক।
মঙ্গলবার সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে নামবে ঢাকা। রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। আগেরদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন সেরেছে ঢাকা। সেখানে সংবাদমাধ্যমে কথা বলেন মোসাদ্দেক।
ড্রাফট থেকে দল না পাওয়া হতাশার, স্বীকার করছেন মোসাদ্দেক। সব ছাপিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান, ‘হতাশা তো অবশ্যই, এটা আগেও এনএসিএল টি-টুয়েন্টির সময় বলেছিলাম, এটা অবশ্যই হতাশাজনক আমার জন্য। ওই সময়ে সামনে যে খেলাগুলো ছিল ওদিকে ফোকাস করছিলাম এবং সময়টাতে যে খেলা ছিল খেলছিলাম। আসলে আশাটা ছিল যে একটা সময় সুযোগ আসতে পারে। সেটা যখন আসছে অবশ্যই ভালো লাগছে। নতুন করে সুযোগ, আবার ভালো খেলার সুযোগ যদি এখানে থাকে, এখানে ভালো খেলতে পারলে অবশ্যই সামনে ভালো সুযোগ আসবে।’
বিপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে অবস্থান করছে ঢাকা। তিন ম্যাচ খেলে হেরেছে সব। ঢাকা দ্রুতই মোমেন্টাম পাবে, আশা মোসাদ্দেকের। বললেন, ‘আসলে এটা হতে পারে, একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা টিম যখন মোমেন্টাম না পায়, তখন তাদের জন্য বিষয়টা একটু কঠিন হয়। অবশ্যই চেষ্টা করবো টিম হিসেবে যদি ভালো মোমেন্টাম পায় তাহলে এখানে ভালো করার সুযোগ আছে। টিম হিসেবে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হয়ে যাবে আমার মনে হয়। যদি সুযোগ পাই ইচ্ছে আছে যেটা, টিমকে শতভাগ দেয়া এবং যতটুকু দিয়ে ম্যাচ জেতানোতে অবদান রাখা যায়।’
গত বিপিএলে আলো ছড়াতে পারেননি মোসাদ্দেক। সেটা নিয়ে ভাবছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। সুযোগ এসেছে, কাজে লাগাতে চান। বললেন, ‘এটা হতে পারে যে, একটা প্লেয়ারের একটা বছর বা একটা মৌসুম খারাপ যেতে পারে। এটা নিয়ে আসলেই চিন্তিত না। চিন্তা করছি যে, যখনই সুযোগ আসবে তখন অবশ্যই ভালো খেলার। যখন সুযোগ পাবো চেষ্টা করবো টিমে অবদান রাখতে। নিজের পারফরম্যান্সের প্রতি অবশ্যই সে ফোকাসটুকু থাকবে, যে এখানে যতটা ভালো করতে পারবো। পরে আমার দরজাগুলো খুলতে থাকবে।’








