লিগপর্ব শেষে মাঠে গড়িয়েছে বিপিএলের প্লে-অফ পর্ব। ছুটির দিন থাকায় মিরপুরে দেখা মিলেছে জনসমুদ্রের। হাউজফুল গ্যালারির পাশাপাশি গেটগুলোর বাইরেও ছিল উপচে পড়া ভিড়। টিকিট না পাওয়ার হাহাকারও ছিল। দর্শকদের উপস্থিতিকে অবশ্য উত্তেজনায় রূপ দিতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালকে ১৩৬ রানের লক্ষ্য দিয়ে থেমেছে তারা।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে চট্টগ্রামকে ব্যাটে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে দলটি।
মিরপুরের উইকেটের আচরণ এদিন ব্যাটিং সহায়ক ছিল। কাজে লাগাতে ব্যর্থ হয়েছে চট্টগ্রাম। ম্যাককয়, মেয়ার্স ও সাইফউদ্দীনদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে দলটি। নিয়মিত বিরতিতে বিলিয়ে এসেছে উইকেট।
সর্বোচ্চ রান করেছেন জশ ব্রাউন। তিন ছক্কা ও দুই চারে ২২ বলে ৩৪ রান করেছেন। চারটি চারে ১৬ বলে ২৪ রান করেছেন শুভাগত হোম। টম ব্রুস ১১ বলে ১৭ রান করেন। বাকিদের কেউই আলো ছড়াতে পারেননি। ব্যর্থ হয়েছেন তানজিদ তামিম। ৩ বলে ২ রান করে উইকেট বিলিয়ে এসেছেন।
বরিশালের ম্যাককয়, মেয়ার্স ও সাইফউদ্দীন নেন দুটি করে উইকেট। তাইজুল ও ফুলার একটি করে উইকেট নেন।








