বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল দুর্দান্ত ঢাকা এবারের আসরে তাদের জার্সির নকশাকারের নাম জানিয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির জার্সির নকশা করেছেন প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘ।
অফিসিয়াল ফেসবুক পেজে দুর্দান্ত ঢাকা মেঘের একটি ছবি পোস্ট করেছে। শিরোনামে লিখেছে, আমাদের দলের আইকনিক লুকের শিল্পী। আমাদের জার্সি ডিজাইনার মাহির সরওয়ার মেঘ।
জার্সিটিতে রয়েছে গাড় নেভি-ব্লুসহ কিছু রঙের ভিন্ন ভিন্ন ছাপ। সোনালী এবং নীল রঙও যুক্ত আছে। নিচের অংশে স্বপ্নের পদ্মা সেতুকে ফুটিয়ে তোলা হয়েছে। দুই হাতে বিপিএলের এবারের থিমের সঙ্গে মিল রেখে করা হয়েছে নকশা।
গতবছরের জুলাইয়ে সম্প্রচার সাংবাদিকদের নিয়ে গঠিত দেশের সবচেয়ে বড় সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসির সংবাদকর্মীদের নিয়ে প্রথমবার আয়োজিত হয়েছিল ‘বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট-২০২৩’। সেই আসরে অংশ নেয়া ২৫ দলের খেলোয়াড়রা সাগর-রুনির সন্তান মাহির সারওয়ার মেঘের নকশা করা জার্সিতে মাঠে নামেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি সাংবাদিক দম্পতিকে ঢাকায় পশ্চিম রাজাবাজার এলাকায় নিজ বাসায় নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসায় থাকা তাদের একমাত্র শিশু সন্তান মাহি সরওয়ার মেঘ বেঁচে যান।







