প্রাথমিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে ছবির নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৩০–৩৫ কোটি টাকা। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থার তরফে সংখ্যা প্রকাশ হয়নি, তবুও এই অঙ্ক স্বাচ্ছন্দে ছাপিয়ে গিয়েছে গত বছরের আলোচিত ছবি ‘ছাভা’ ও ‘ধুরন্ধর’-এর ওপেনিং ডে কালেকশনকে।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট বলছে, ‘বর্ডার ২’ প্রথম দিনেই ৩০ কোটির বেশি নেট সংগ্রহ করেছে। এর আগে ২০২৫ সালের প্রথম হিন্দি ব্লকবাস্টার ‘ছাভা’ প্রথম দিনে আয় করেছিল ৩৩.১০ কোটি টাকা, আর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’-এর প্রথম দিনের আয় ছিল ৩৩.৬৯ কোটি টাকা। তবে এই সাফল্যের মাঝেও সানি দেওলের আগের মেগা হিট ‘গদর ২’-এর রেকর্ড ভাঙতে পারেনি ‘বর্ডার ২’। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ প্রথম দিনেই ৪০ কোটির গণ্ডি পেরিয়েছিল।
এছাড়াও বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২৮ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ছবিটি ঘরে তুলেছে ৪০ কোটি রুপি।
উৎসবের মরশুমে মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ এখন তিন দিনের জাতীয় ছুটির পুরো সুবিধা নিতে প্রস্তুত। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, রবিবারের মধ্যেই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়তে পারে। মুখে-মুখে প্রশংসা বাড়লে সোমবারের মধ্যে ১৫০ কোটি নেট আয়ের দিকেও তাকিয়ে রয়েছে ছবিটি।
১৯৯৭ সালের কালজয়ী ‘বর্ডার’-এর উত্তরাধিকার, সানি দেওলের জনপ্রিয়তা এবং দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান, আহান শেঠিদের শক্তিশালী অভিনয় সব মিলিয়ে ‘বর্ডার ২’ এই মুহূর্তে বক্স অফিসের অন্যতম ভরসার নাম। ছবিটি প্রযোজনা করেছে টি-সিরিজ ও জেপি দত্ত ফিল্মস।








