এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্পেন ও বার্সেলোনার তিনবারের ব্যালন ডি’অর জয়ী মিডফিল্ডার আইতানা বনমাতি পায়ের চোটে পড়েছেন। জার্মানির বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া অনিশ্চিত ছিল। অস্ত্রোপচার করাতে হতে পারে খবর এসেছিল। এবার নিশ্চিত খবর, ফিবুলায় চিড় ধরা ২৭ বর্ষী তারকার পায়ে অস্ত্রোপচার লাগবে।
চোট পাওয়ার পর বার্সেলোনা নিশ্চিত করেছিল পায়ে আঘাত পেয়েছেন। মঙ্গলবার বার্সার হাসপাতালে অস্ত্রোপচার করানো হবে। কমপক্ষে তিনমাস সেরে উঠতে সময় লাগবে। আপাতত উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলা হচ্ছে না।
স্পেন কোচ সোনিয়া বারমুডেজ বলেছেন, ‘আইতানা আমাদের সাথে ফাইনাল পর্যন্ত থাকতে চেয়েছিলেন। আমরা তাকে বলেছি, বার্সেলোনায় ফিরে যেতে হবে। কারণ আমাদের জন্য খেলোয়াড়দের স্বাস্থ্য সবার আগে। পরের জয় আমরা তাকে উৎসর্গ করতে চাই।’
স্পেন অধিনায়ক ইরিনা পারেদেস বলেছেন, ‘আইতানার মতো খেলোয়াড়ের অনুপস্থিতি বেশ ভোগাতে পারে, কারণ কেউই চায় না সতীর্থকে চোটে পড়তে দেখতে। তার অনুপস্থিতি জাতীয় দল এবং বার্সেলোনার জন্য বড় ক্ষতি। দেখতে পারিনি তার কী হয়েছিল, কিন্তু সে পরে আমাকে সব বলেছিল।’
মৌসুমে এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৫ ম্যাচ খেলেছেন বনমাতি। ৬ গোলের পাশপাশি ৪টি অ্যাসিস্ট আছে। বছর শেষের আগে বার্সেলোনাকে এখনও পাঁচ ম্যাচে নামতে হবে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের দুটি খেলা রয়েছে। বার্সা অবশ্য লিগা এফ এবং চ্যাম্পিয়ন্স লিগে ভালো অবস্থায় আছে। ১২ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তাদের মেয়েরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগেও শীর্ষে কাতালুনিয়ান মেয়েরা।







