তিন দিন আগে নিখোঁজ হওয়ার পর আজ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের রংমিস্ত্রী জাহাঙ্গীর আলমের লাশ ভোগাই নদী থেকে উদ্ধার করা হয়েছে।
আজ ২৮ এপ্রিল সোমবার দুপুরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ তার লাশ ভোগাই নদী থেকে উদ্ধার করে। জাহাঙ্গীর আলম (২৬) শিমুলতলা মহাখালী এলাকার সামেদুল ইসলামের ছেলে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, তিন দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর আর জাহাঙ্গীর আলমের কোন খোঁজ পাওয়া যায়নি। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে জাহাঙ্গীর আলমের সাথে স্থানীয় একজনের কথাকাটাকাটি হয়েছিল। পরিবারের সদস্যদের ধারণা, সেই বিরোধের জের ধরে জাহাঙ্গীরকে হত্যা করে তার লাশ নদীতে ফেলা হয়েছে।








