এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি এবার সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার ৪ জানুয়ারি সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।
ব্যক্তিগত সফরে সিলেট আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরমগীর। হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দুই-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে৷
বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে, মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। কারণ প্রথম থেকেই নির্বাচন চেয়ে আসছে বিএনপি।
তিনি আরও বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মবোক্রেসী গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।








