ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। ঢাকা-১১ আসনে ভাটারা ও বাড্ডায় গণসংযোগ করে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে ভোট কেনার কৌশল নিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা না রাখলে আবারো রাস্তায় নামার হুঁশিয়ারি দেন তিনি।







