সরকার পতনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সরকার হঠাতে আন্দোলনের বিকল্প নেই।
শনিবার (২০ মে) ১০ দফা দাবিতে ঢাকা দক্ষিণ বিএনপি’র এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় বিএনপি নেতারা বলেন, দ্রব্যমূল্য কমাতে আর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে সরকারকে সরাতেই হবে।
রাজধানীতে ঢাকা দক্ষিণ বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মানুষ এখন ব্যালট নয় বুলেট খাচ্ছে। ক্ষমতায় টিকে থাকতে গুলি চালানো নিয়মে পরিণত হয়েছে, গুলি চালানো থামাতে হবে। যারা গুলি চালাচ্ছেন তাদের পোশাক একদিন থাকবে না। সংসার-পরিবার পুলিশেরও আছে, তাহলে সেগুলোও খেয়াল রাখতে হবে।
১০ দফা দাবিতে ঢাকা মহানগরসহ আরও কয়েকটি মহানগরে ও জেলায় সমাবেশ করেছে বিএনপি।







