স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন: বিএনপি, আওয়ামী লীগ কোন দলকেই এখনও সমাবেশের অনুমতি দেয়া হয় নাই। অনুমতি দিলে কোথায় দেয়া হবে তা ডিএমপি কমিশনার সিদ্ধান্ত নেবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার এমন কোন বিষয় না যে ধাক্কা দিলেই পড়ে যাবে, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, মেয়াদ শেষে নির্বাচন হবে।
বুধবার ২৫ অক্টোবর সচিবালয়য়ে এক সংবাদ মম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকার বদল হতে হবে সংবিধান অনুযায়ী, কেউ এর ব্যত্যয় করতে চাইলে আইন-শৃখংলা বাহিনী সেটা দেখবে।







