দর্শকদের মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলে বিশ্বকাপ বর্জনের আহ্বান করেছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। দেশে এবং দেশের বাইরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতির কারণে তিনি এ আহ্বান করেছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন ব্লাটার।
ট্রাম্প প্রশাসনের আচরণের কারণে ব্লাটার সবশেষ ব্যক্তি যে বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে বর্জনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে সহ-আয়োজক কানাডা এবং মেক্সিকো। এ বছরের ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাইতে গিয়ে বিশ্বকাপ শেষ হবে। এবারই প্রথম ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা।
সম্প্রতি সুইজারল্যান্ডের একজন আইনজীবী মার্ক পিথ এমন মন্তব্য করেছিলেন। ব্লাটার এ আইনজীবীর কথায় সম্মতি প্রকাশ করেছেন। পিথ বলেছেন, ‘আমরা যদি আমাদের আলোচনার সবকিছু বিবেচনা করি, তাহলে ভক্তদের জন্য কেবল একটিই পরামর্শ থাকবে- মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন!’
‘আপনি টিভিতে খেলা আরও ভালোভাবে দেখতে পাবেন। পৌঁছানোর পর ভক্তদের আশা করা উচিত যে, তারা কর্মকর্তাদের যদি খুশি না করে তবে তাদের সরাসরি পরবর্তী ফ্লাইটে বাড়ি পাঠানো হবে। যদি তারা ভাগ্যবান হয়।’
ব্লাটার তার সামাজিক মাধ্যমে বলেন, ‘আমি মনে করি মার্ক পিথ এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তুলে ঠিকই বলেছেন।’
৮৯ বর্ষী সাবেক এ ফুটবলার ১৯৯৮ সাথ থেকে ২০১৫ সাল পর্যন্ত ফুটবল পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। পরে দুর্নীতির তদন্তের কারণে পদত্যাগ করেন।


