সোমবার (২৪ ফেব্রুয়ারি) ৬২ বছরে পা দিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। সোমবার সন্ধ্যায় তার জন্মদিনে ঘটা করে পার্টি রেখেছিলেন পরিচালক। যে পার্টিতে হাজির ছিলেন বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ তারকা ভিকি কৌশল, আলিয়া ভাট এবং রণবীর কাপুর সহ ইন্ডাস্ট্রির আরও অনেকেই।
বানশালির জন্মদিনের পার্টিতে আলিয়া পরেছিলেন ক্রিম টপ ও ম্যাচিং ট্রাউজার সঙ্গে হিল আর হাতে ছিল একটি ছোট্ট ব্যাগও। রণবীর কাপুরকে এদিন দেখা গেল নীল শার্ট ও সাদা প্যান্টে। ভিকি কৌশল পরেছিলেন কালো ফুল হাতা টি-শার্ট এবং ম্যাচিং প্যান্ট। অন্যদিকে সঞ্জয় লীলা বানশালি নিজের জন্মদিনের পার্টিতে পরেছিলেন কালো কুর্তা ও সাদা পাজামা।
এদিন পার্টিতে একই সঙ্গে ঢোকেন বলিউডের ‘লাভ বার্ড’ রণবীর-আলিয়া। পার্টিতে ঢোকার সময় রণবীর-আলিয়াকে সামনে পেয়ে ঘিরে ধরেন তার অনুরাগীরা।
কয়েকজন মহিলা আলিয়ার হাত ধরেও টানাটানি শুরু করেন। ছিল পাপারাজ্জিরও ভিড়। তবে ভিড়ের মাঝে আলিয়ার হাত ধরে তাকে ঠেলাঠেলি থেকে বাঁচিয়ে ভিতরে নিয়ে যান রণবীর। তারা যেন একে অপরের হাতই ছাড়তে চাইছিলেন না। তাইতো নেটিজেনদের ভাষ্যে, একে অপরকে এদিন যেন চোখে হারাচ্ছিলেন রণবীর-আলিয়া।
জন্মদিনের পার্টিতে একসঙ্গে পাপারাজ্জির ক্যামেরায় পোজ দিতে দেখা যায় রণবীর-আলিয়াকে। সেখানে বানশালি পৌঁছতেই রণবীর-আলিয়া তাকে জড়িয়ে ধরেন। ভিকিও একই পথের পথিক হন। একইসঙ্গে রণবীরকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাকে।








