সংগীতের সঙ্গে সাড়ে তিন দশকের পথচলা কনকচাঁপার। পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। সাবিনা-রুনার পরই কনকচাঁপা প্লেব্যাক শিল্পী হিসেবে চলচ্চিত্রে তিন হাজারের অধিক গানে কণ্ঠ দিয়েছেন। তার অনেক গানই শ্রোতাদের মুখে মুখে।
১১ সেপ্টেম্বর এই গুণী শিল্পীর জন্মদিন। বিশেষ এই দিন সামনে রেখে শিল্পী জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেছেন চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ এর বিশেষ পর্বে।
অনুষ্ঠানটি প্রচারিত হবে চ্যানেল আইতে শিল্পীর জন্মদিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে। এমনটাই জানানো হয়েছে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে। অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত থাকবেন প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।
কনকচাঁপার গাওয়া একক অ্যালবাম রয়েছে পঁয়ত্রিশটির মতো। সংগীতে অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। সংগীতের পাশাপাশি লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থবির যাযাবর, মুখোমুখি যোদ্ধা ও মেঘের ডানায় চড়ে।








