ঈদের দিন দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার করা হবে টেলিফিল্ম ‘জীবনের কাছে’। রচনায় বিপাশা হায়াত, পরিচালনায় আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।
শফিকের একাকী জীবনে হঠাৎই ঝড়ের মত দেখা দেয় দীপা। কিন্তু এ দীপা সে নয় যাকে শফিক চিনতো পাঁচ বছর আগে। এ দীপা অন্য মানুষ। মৃত্যু পথযাত্রী।
এভাবে কখনও দেখা হোক তা চায়নি শফিক। আসলে দীপাকেই আর কখনও মনে করতে চায়নি সে। ভেবেছিল ভুলে যাবে। অনেকটা ভুলতে পেরেওছিল। তাহলে কেন আবার হৃদয় খুঁড়ে বেদনা জাগানো?
দীপাকে শফিক যখন বিয়ে করে, তখন সে বিবাহিত। তবু শফিকের কবিতার প্রতি ভালবাসা তাকে বিমোহিত করেছে। সে শফিকের পুরোনো ভাললাগাটা নতুন করে জাগিয়ে তুলেছিল। আগের স্বামী, মা বাবা, সবাইকে তুচ্ছ করে সে শফিকের অতি নিভৃত ও সাধারণ সংসারে এসে উঠেছিল। শফিকও জীবনের নতুন অর্থ খুঁজে পেল বিয়ের পর। কবিতা আর প্রেমে মশগুল হয়ে উঠল দুজন। কিন্তু অভাব একটি বিশেষ চরিত্র হয়ে দুজনের ভিতরে খুব সূক্ষভাবে তার অস্তিত্ব জানান দিতে শুরু করল।
এমন এক দিন শফিকের পুরোনো পরিচিত এমদাদ তাদের জীবনে অভাবের স্থান পূরণ করল। এমদাদ লন্ডন থাকে। তার সম্পদের কোন পরিসীমা নেই। কবিতা বা শিল্পের প্রতিও তার কোন আগ্রহ নেই। বরং তার কথায় আছে সম্পদের দম্ভ। দীপার ওকে পছন্দ হয়না কিন্তু কি এক যাদু আছে লোকটার ভেতর, দীপা তাকে দেখলেই কেমন ভেতরে ভেতরে কাঁপতে থাকে। গল্পের বাকিটুকু জানতে চ্যানেল আইয়ের পর্দায় দেখুন ‘জীবনের কাছে’।







