এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২২ ডিসেম্বর) ৭৭ বছর বয়সী ক্লিনটনকে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য ভর্তি করা হয় উল্লেখ করে ক্লিনটনের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নিরাপদ রয়েছেন এবং চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।
উল্লেখযোগ্য যে, ক্লিনটন ২০১০ সালে হৃদযন্ত্রের সমস্যার জন্যও হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। প্রেসিডেন্ট থাকার পরেও তিনি আন্তর্জাতিক রাজনীতি এবং দাতব্য কাজে সক্রিয় রয়েছেন। তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর, অনেকেই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর, ক্লিনটনের পরিবারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বিবৃতি প্রদান করা হয়নি, তবে প্রেসিডেন্টের পক্ষ থেকে সমর্থকদের প্রতি ধন্যবাদ এবং সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।







