এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সদ্যবিদায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নিদের্শনা পাঠিয়েছে। বৃহস্পতিবার বিএফআইইউ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
বিএফআইইউ প্রেরিত চিঠিতে বলা হয়েছে, বিসিবির সদ্যবিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সাথে তার স্ত্রী রোকসানা হাসান এবং তাদের সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেয়া হল।
২০১২ সালে সরকার থেকে সভাপতি মনোনীত এবং ২০১৩ সালের নির্বাচনের পর বিসিবির সভাপতির আসনে বসেছিলেন নাজমুল। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রাজনৈতিক পালাবদলে সংকটকালীন সময় পার করছিল বিসিবিও। ছিল না কোনো অভিভাবক। বেশিরভাগ বোর্ড পরিচালকের মতো আত্মগোপনে চলে যান সদ্য সাবেক হওয়া নাজমুল। অবশ্য আত্মগোপনে থেকেই বিসিবি ছাড়তে রাজি বলে জানিয়ে রাখেন তিনি। একদিন আগে পদ ছেড়েছেন। এরপর খেলোয়াড় কোটায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির পরিচালক করে, এবং পরিচালকদের ভোটের মাধ্যমে বিসিবির সভাপতির দায়িত্বভার তুলে দেয়া হয়েছে সাবেক অধিনায়ক-নির্বাচক ফারুক আহমেদের কাঁধে।








