এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলা ব্যান্ডের অন্যতম সফল ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, বেজ গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। সব বন্ধন ছিন্ন করে তিনি চলে গেছেন জীবনের ওপাড়ে! অনন্তলোকের পথে পাড়ি দেয়া এই শিল্পীকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো সংগীত জগত। শুধু শিল্পীরাই নয়, তার হঠাৎ প্রয়াণের খবরে শোকার্ত সর্বশ্রোতামহল!
যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন একটি কনসার্টে অংশে নিতে। ২০ তারিখে ছিলো সেই কনসার্ট। শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভর্তি করা হয় হাসপাতালে। চিকিৎসকরা জানান ম্যাসিভ হার্ট অ্যাটাক! সেই সাথে শরীরের অন্য অর্গানগুলোতেও হচ্ছিলো সমস্যা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।
বাংলা ভাষাভাষি মানুষের কাছে তুমুল জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’, যে ব্যান্ডটির বেশীরভাগ শ্রোতাপ্রিয় গানগুলোর কণ্ঠে ছিলেন শাফিন আহমেদ। শিল্পীর আকস্মিক প্রয়াণের দিনে শ্রোতাদের জন্য থাকলো তার কণ্ঠে গাওয়া কিছু গান-
ফিরিয়ে দাও
ধিকি ধিকি
জ্বালা জ্বালা
নীরবে কিছুক্ষণ
পিয়াসী মন
অনাবিল বিশ্বাসে
পলাশীর প্রান্তর
আর কতকাল খুঁজব তোমায়
আজ জন্মদিন তোমার
পারবে না ফেরাতে







