বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করতে হবে। বলেছেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া উচিত।






