বেনজেমা নৈপুন্যে লা লিগায় ভ্যালাদোলিদকে উড়িয়েছে রিয়াল মাদ্রিদ। মাত্র সাত মিনিটেই হ্যাটট্রিক করেছেন ফরাসি ফরোয়ার্ড। তার ৩ গোলের সুবাধে ৬-০ ব্যবধানে বড় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালাদোলিদকে উড়ানোর রাতে রিয়ালের হয়ে বেনজেমার পাশাপাশি গোল পেয়েছেন আসেনসিও, রদ্রিগো ও ভাজক্যুয়েজ। এই জয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল। ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান কার্লো আনচেলত্তির শিষ্যদের। অন্যদিকে সমান ম্যাচ খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
রোববার রাতে শুরু থেকেই লা লিগার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটিকে চেপে ধরেছিল রিয়াল মাদ্রিদ। ২২ মিনিটে আসেনসিওর পাস থেকে গোল করে লস ব্লাঙ্কোসদের এগিয়ে নেন রদ্রিগো।
২৯ মিনিটে ব্যবধান বাড়ান বেনজেমা। ভিনিসিয়াসের পাসকে জালে পাঠান ফরাসি তারকা। ৩২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান তিনি। এবারও সহায়তা নিয়েছিলেন ভিনিসিয়াসের। ৪ মিনিট পরেই হ্যাটট্রিক আদায় করেন বেনজেমা। রদ্রিগোর বাড়ানো বলকে জালে পাঠান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালাদোলিদ। তবে রিয়াল রক্ষণভাগ পরাস্তে সক্ষম হয়নি ক্লাবটি। ৬৬ মিনিটে আবারও সফরকারী দলের জালে বল পাঠায় রদ্রিগো। অফসাইডের কারণে বাতিল হয় গোলটি।
৭৩ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস থেকে গোল করেন আসেনসিও। এরপর যোগ করা সময়ে ৬ষ্ঠ গোলটি করেন ভাজক্যুয়েজ। ভ্যালাদোলিদ কোনো গোল পরিশোধ করতে না পারায় ৬-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।







