অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হুঁশিয়ার করে বলেছেন, গণ-অভ্যূত্থানের মরদেহের উপর দাঁড়ানো সরকার ব্যর্থ হলে তাদের সবাই বিপদে পড়বেন। ভুল হলে ভালোবাসা দিয়ে সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। বিভিন্ন খাতে ফ্যাসিবাদের দোসররা আনুষ্ঠানিকভাবে ক্ষমা না চাইলে তাদের অনুকম্পা দেখানোর সুযোগ নেই বলে মনে করেন জুলাই অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা।






