মৌসুমের দ্বিতীয় লিগ ম্যাচে আলমেরিয়ার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। পরে জ্বলে ওঠেন বরুশিয়া ডর্টমুন্ড থেকে আসা জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার জোড়া গোলের সঙ্গে ভিনিসিয়াসকে দিয়ে আরও একটি গোল করিয়ে ৩-১ গোলের জয় এনে দেন। দুঃসময়ে জ্বলে ওঠায় ২০ বর্ষী বেলিংহামে দারুণ খুশি কোচ কার্লো আনচেলত্তি।
৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘তার পরিণত মানসিকতা এবং ব্যক্তিত্বে বিশ্বাস করি। তিন বছর ধরে জার্মানিতে থাকার বিষয়টি তাকে এসব বিষয়ে যথেষ্ট সহযোগিতা করেছে। যে কারণে দ্রুতই আমাদের লিগ এবং রিয়ালের খেলার ধরনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে। সে দারুণ।’
এ মৌসুমে জার্মান ক্লাব বরুশিয়া থেকে রিয়ালে নাম লিখিয়েছেন বেলিংহাম। লস ব্লাঙ্কোসদের সঙ্গে মানিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি। একাধারে রাজত্ব করছেন মাঝমাঠে, সহায়তা করছেন আক্রমণে, মুন্সিয়ানা দেখাচ্ছেন ফিনিশিংয়েও। আলমেরিয়ার বিপক্ষে ম্যাচে দলের প্রয়োজনে ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়েছেন।
ম্যাচ শেষে অবশ্য বেলিংহামও তুলেছেন তৃপ্তির ঢেঁকুর। বলেছেন, ‘গোল করতে পেরে আমার খুবই ভালো লাগছে। গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো খেলা এবং দলে অবদান রাখা। এখানে এই খেলোয়াড়দের সঙ্গে গত মৌসুমের চেয়ে ১০ গুণ ভালো করছি। এখানে এসে অনেককিছু শিখছি। এখানে খেলার ধরন খুব ভালো মানের, সতীর্থদের থেকে যা শিখি তা নিজের মধ্যে নেয়ার চেষ্টা করি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি।’









