বেলজিয়ামের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটতে চলেছে নজিরবিহীন ঘটনা। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর জেঙ্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল অ্যান্ডারলেখট। তবে ফুটবল ডিসিপ্লিনারি বডির সিদ্ধান্ত অনুযায়ী ভিএআর ত্রুটির জন্য খেলার আইনের অপপ্রয়োগের কারণে ম্যাচটি পুনরায় মাঠে গড়াবে।
পরাজিত দল গেঙ্কের করা আপিলের প্রেক্ষিতে ডিসিপ্লিনারি বডি শুক্রবার ম্যাচটি আবারো হওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত দেয়। যদিও কবে খেলাটি হবে, তা এখনো জানানো হয়নি।
ম্যাচের ২৩ মিনিটে ব্রায়ান হেইনেনের পেনাল্টি কিক ঠেকিয়ে দিয়েছিলেন ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন জেঙ্কের খেলোয়াড় ইরা সোর। টিভি রিপ্লেতে দেখা যায়, হেইনেন স্পট কিক নেয়ার সময় পেনাল্টি এলাকার ভেতরে ঢুকে পড়েছিলেন সোর। যার ফলে রেফারি নাথান ভারবুমেনকে ভিএআর সুপারিশ করেছিল যে গোলটি বাতিল করা উচিৎ।
টিভি রিপ্লেতে আরও দেখা যায়, অ্যান্ডারলেখটের দুই ফুটবলারও পেনাল্টি এলাকায় প্রবেশ করেছিলেন। এক্ষেত্রে খেলার আইন অনুযায়ী জেঙ্কের আবারো পেনাল্টি কিক পাওয়ার কথা ছিল। ম্যাচ কর্মকর্তারা সেটি না করে অ্যান্ডারলেখটের পক্ষে ফ্রি কিক দেন।
ম্যাচের পর বেলজিয়ামের রেফারি বডি প্রাথমিকভাবে রায় দিয়েছিল, পুনরায় খেলা হবে না। কারণ তারা ঘটনাটিকে খেলার আইনের অপপ্রয়োগের পরিবর্তে ভিএআর ত্রুটি হিসেবে বিবেচনা করেছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জেঙ্ক ডিসিপ্লিনারি কাউন্সিল ফর প্রফেশনাল ফুটবলের কাছে আপিল করে। ডিসিপ্লিনারি বডি সকল দিক বিবেচনায় নিয়ে রেফারি বডির সিদ্ধান্তকে বাতিল করে ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দেয়।








