বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার বিসিবি’র সভায় এ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই তাকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা। বিসিবির পরিচালনা পর্ষদের ৮ ঘণ্টার বৈঠক শেষে শনিবার রাতে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান দুই পরিচালক। সাকিব আল হাসানের সাথে চ্যানেল আইয়ের টেলিফোন কথোপকথন হয়েছে। বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, চ্যানেল আইয়ের সংবাদে বিষয়টি দেখেছেন, ধীরে সুস্থে প্রতিক্রিয়া জানাবেন।







