এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আগামী ডিসেম্বর-জানুয়ারিতে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসর। পাশাপাশি আগামী তিন বছরের জন্য বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকান প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির সবশেষ সাধারণ সভা শেষে এই তথ্য জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। জানিয়েছেন, পূর্ণ নির্ধারিত সময় অনুযায়ী বিপিএল আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিসিবি।
ইফতেখার রহমান বলেছেন, ‘আমরা টার্গেট করছি বিপিএল ডিসেম্বর-জানুয়ারিতে আয়োজন করার। এ বিষয়ে অনেক কাজ বাকি রয়েছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী বোর্ড। আপনারা জানেন, এটি ছিল আমাদের শেষ বোর্ড মিটিং। তবে বলা যায়, প্রস্তুতির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন বাকি সবকিছু নির্ধারণ করবে নতুন বোর্ড। যদিও আমরা ডিসেম্বর-জানুয়ারি সময়টিকে টার্গেট হিসেবে নির্ধারণ করে দিয়েছি, কাজের কিছু অংশ আগেভাগেই এগিয়ে রাখা হয়েছে।’








