তামিম ইকবাল তার আকষ্মিক অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক-এই অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জরুরি সভা শেষে মধ্যরাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত তামিমই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলেও বোর্ড সভাপতি তামিমকে যে বার্তা পাঠিয়েছেন তার প্রতিউত্তরের অপেক্ষায় রয়েছেন বলে জানান বোর্ড প্রেসিডেন্ট।







