এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে বল হাতে দারুণ করেছে চট্টগ্রাম রয়্যালস। বন্দরনগরীর দলটির নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি রাজশাহী। চট্টগ্রামের সামনে কেবল ১২৯ রানের লক্ষ্য দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৮ রান করেছে।
রাজশাহী ব্যাটারদের মধ্যে কেউ ১৯ রানের বেশি আনতে পারেননি। মুহাম্মদ ওয়াসিম ১৪ বলে এবং এসএম মেহেরব হোসেন ১৯ বলে ১৯ রান করেন। আকবর আলী ১৬ বলে ১৭, মুশফিকুর রহিম ১২ বলে ১৫, তানজিম সাকিব ১৪ বলে ১৪ রান করেন।
চট্টগ্রাম বোলারদের মধ্যে আমের জামাল ৩ উইকেট নেন। তানভীর ইসলাম ও শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট।








