চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্পোর্টস
  • বিনোদন
  • রাজনীতি
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • জনপদ
  • মাল্টিমিডিয়া
  • কর্পোরেট
  • ভিডিও নিউজ
  • আরও
    • প্রকৃতি ও জীবন
    • কৃষি
    • পরিবেশ
    • প্রবাস সংবাদ
    • আনন্দ আলো
    • আইস্ক্রিন
    • তথ্যপ্রযুক্তি
    • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, অনড় বিসিবি ও সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে মেইল করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা উত্তর দিয়েছে বিসিবিকে। বিসিসিআই ও বিসিবির সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিল আইসিসি। তবে নিজেদের পূর্বের অবস্থানে অনড় বিসিবি ও বাংলাদেশ সরকার।

আইসিসির জবাবের পর বিষয়টি নিয়ে আলোচনা করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি ফারুক আহমেদসহ বোর্ডের শীর্ষ কয়েকজন কর্মকর্তা। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয় সভাকক্ষে বৈঠক শেষে নিজেদের অবস্থানে অনড় থাকার কথা জানান আসিফ নজরুল।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোন আপোষ করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই এবং এটা আমরা আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, সেখানে খেলতে চাই।’

আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠি পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা উপলব্ধি করতে সক্ষম হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না, এটা জাতীয় অবমাননা ইস্যু।’

‘অবশ্যই বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই। কিন্তু আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক- তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না।’

Reneta

ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়ার কারণ হিসেবে নিরাপত্তার বিষয়কে দেখছে বাংলাদেশ। আসিফ নজরুল বললেন, ‘আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে (মোস্তাফিজ) নিরাপত্তা দেয়া যাচ্ছে না, ওকে তোমার টিম থেকে বাদ দাও। এটাই তো একটা পরোক্ষ স্বীকৃতি যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই।’

নিজেদের অবস্থানে অনড় থাকার কারণ আইসিসিতে বোঝাতে সক্ষম হবেন, আশা আসিফ নজরুলের। বলেছেন, ‘ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট খেলতে না যাওয়ার বিষয়ে আমরা কেন অনড়, আশা করি আইসিসিকে বোঝাতে সক্ষম হবো এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সাথে, নিরপেক্ষভাবে বিবেচনা করে, আমরা কষ্ট করে যে অর্জনটা করেছি, সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’

আইসিসি যদি বিসিবির অনুরোধ ফিরিয়ে দেয়, অবস্থান কী হবে? আসিফ নজরুল বললেন, ‘আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আইসিসিকে বোঝানো। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে। সেই যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বোঝাব। আমাদের পদক্ষেপের মূলনীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তারপর পরবর্তী পরিস্থিতি যা হবে, সেটা নিয়ে আবার আমরা বসে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এই সিদ্ধান্ত খুব পরিস্কারভাবে নিয়েছি, আমরা আইসিসিকে বোঝাব যে, আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই।’

বৈঠক শেষে একই অবস্থানে অনড় থাকার কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি এবং দ্রুতই চিঠি পাঠাবে, জানান তিনি। বলেছেন, ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড়। আজকে রাতে বা কালকে সকালের এ বিষয়ে চিঠি পাঠানো হবে আইসিসিকে।’

বিসিবি সভাপতি বলেন, ‘আপনারা শুনেছেন যে, আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলম নিরাপত্তা ও সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সক্ষমতা আছে খেলোয়াড়দের বিষয়টা নিশ্চিত করার। কিন্তু খেলোয়াড়দের বাইরেও বড় একটা জনগোষ্ঠী আছে- আমাদের সাংবাদিকরা আছেন, স্পন্সররা আছেন, ক্রিকেট ভক্তরা আছেন, দর্শকরা আছেন যারা খেলা দেখতে যাবেন। সবার নিরাপত্তা নিশ্চিত করাটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না। এজন্য আমরা সরকারের নির্দেশনা নিচ্ছি।’

‘আপনারা জানেন যে, আমাদের যেকোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় সরকারি আদেশ (জিও) লাগে। সেই আদেশটার অবস্থান জানতে এসেছিলাম এবং আমরা জেনেছি যে, আমরা সবার একসাথে নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি যদি নিশ্চিত না হয়, তাহলে আমরা এই বিশ্বকাপে লড়ে যাবো আমাদের অধিকারের জন্য।’

আইসিসি যদি বিসিবিকে বলে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নিজেদের অবস্থান থেকে সরবেই না বোর্ড। আমিনুল বললেন, ‘না, আইসিসিকে আমরা বোঝাব। আমরা তো ভ্যালিড রিজন নিয়ে কথা বলছি। দেখেছেন তো মোস্তাফিজ- একজন খেলোয়াড়কে যখন দেখলাম নিরাপত্তা দিতে অসুবিধার কারণেই বাদ দেয়া হয়েছে। তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে- এটা তো বিরাট ব্যাপার।’

‘আইসিসিকে আমরা বোঝাব। পূর্বেও কিন্তু নিরাপত্তার কারণে বিভিন্ন সময় এধরনের আয়োজন হয়েছে। হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে, সেটার মূল কারণটাই কিন্তু নিরপত্তা। আমরা আশা করছি যে, আমাদের যে কারণগুলো আছে সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারব।’

গত রোববার আইসিসিকে মেইল পাঠায় বিসিবি। বুধবার সেই মেইলের জবাব দিয়েছে তারা। বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিসি।

আইসিসির প্রতিক্রিয়া নিয়ে বিসিবি বলেছে, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সংস্থাটি। পাশাপাশি বিশ্বকাপে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানানোর নিশ্চয়তা দিয়েছে আইসিসি।’

সামনে কী পদক্ষেপ নেবে তাও জানিয়েছে বিসিবি, ‘বাংলাদেশ দল যেন সফলভাবে এবং নির্বিঘ্নে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করতে পারে, সেজন্য আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বোর্ড। একটি বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের লক্ষ্যে বিসিবি সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

Jui  Banner Campaign
ট্যাগ: আমিনুল ইসলামআসিফ নজরুলটি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ, পাত্রী কে?

জানুয়ারি ৮, ২০২৬

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭১ জন

জানুয়ারি ৮, ২০২৬
টেরি ইয়োরাথ

মারা গেছেন ওয়েলস কিংবদন্তি ইয়োরাথ

জানুয়ারি ৮, ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের পাকা সড়ক নির্মাণে বিজিবির বাধা, পতাকা বৈঠক

জানুয়ারি ৮, ২০২৬

ঢাকার বিপক্ষে জয়ে ফিরল সিলেট

জানুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT