এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ সমতায় শেষ হয়েছিল। তবে দুই লেগ মিলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে জার্মান জায়ান্টদের। সেমফাইনালে উঠেছে ইন্টার মিলান। বায়ার্নের এ হারের মূলে চোট সমস্যা দেখছেন দলটির কোচ ভিনসেন্ট কোম্পানি।
প্রথম লেগে বাভারিয়ানদের ঘরের মাঠে ইন্টার মিলান জিতেছিল ২-১ গোলে। এরপর স্যান সিরোতে ২-২ গোলের সমতায় ড্র হয় ম্যাচ। দুই লেগ মিলে ৪-৩ গোলে জিতে পরবর্তী রাউন্ডে গেছে ইতালিয়ান ক্লাবটি। সেমিফাইনালে তারা বার্সেলোনার মুখোমুখি হবে।
গণমাধ্যমে বায়ার্নের হারের কারণ বলতে গিয়ে কোম্পানি বলেছেন, ‘ইন্টারের আগে আমাদের আরও বড় যে সমস্যা ছিল তা হল চোট। আমাদের বুঝতে হচ্ছিলো হিরোকিতো ইতো, উপামেকানো, জামাল মুসিয়ালা, ম্যানুয়েল নয়্যার, আলফানসো ডেভিস, কিংসলে কোমান ও আলেক্সান্ডার পাভলোভিচকে ছাড়া আমাদের কি করতে হবে।’
‘ফলাফলের কথা বলছি না, তবে আমার মনে হয়েছে প্রথম ম্যাচে বায়ার্ন ভালো করেছিল। দ্বিতীয় লেগে মিলানে আমরা ইতিবাচক শুরু করেছিলাম। ইন্টারের থেকে আমরা গোল করার বেশি সুযোগ পেয়েছিলাম। নিজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে। কঠিন বাস্তবতা হচ্ছে ঘরের মাঠে আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে পারব না।’
‘আমরা ফলাফল পরিবর্তন করতে পারব না। অন্য বিষয়টি হল পারফরম্যান্স, জেতার জন্য আমরা সবকিছুই করেছিলাম। দুর্ভাগ্যবশত, আমরা কিছু নির্ধারণ করতে পারিনি। তাছাড়া খেলোয়াড়দের অনুপস্থিতিও বেশ ভুগিয়েছে।’








