চ্যাম্পিয়ন্স লিগে টানা দুই ম্যাচ হারের পর অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেনফিকার বিপক্ষে জয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। জামাল মুসিয়ালার গোলে জয় নিশ্চিতের পর একটি দুঃসংবাদ পায় জার্মান ক্লাবটি। খেলা চলাকালীন উল্লাস করতে থাকা এক সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। বাভারিয়ানদের সমর্থকরা ম্যাচের বাকি সময়ে আর উল্লাস করেনি।
বায়ার্ন মিউনিখ বিবৃতিতে বলেছে, ‘অ্যালিয়াঞ্জ অ্যারেনার স্ট্যান্ডের মেডিকেল জরুরী অবস্থা শুরু থেকেই খেলাটির উপর প্রভাব ফেলেছিল। এ অবস্থার জন্য সমর্থকদের চিৎকার কমে যায় এবং ক্লাব ম্যাচের সম্প্রচারও কমিয়ে দেয়।’
‘ম্যাচ শেষের প্রায় আধাঘণ্টা পর জার্মানদের রেকর্ড লিগ চ্যাম্পিয়নরা জানতে পারেন ওই সমর্থককে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে। এফসি বায়ার্ন মিউনিখ ঘটনায় সমর্থকের আত্মীয়-স্বজনদের সমান দুঃখ পেয়েছে।’
শোক প্রকাশ করেছেন বায়ার্ন মিডফিল্ডার কনরাড লাইমার, ‘ম্যাচের মধ্যে আমরা এটা জানতে পারিনি, খেলা শেষে বিষয়টি জানতে পারি। তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের সাথেই আছি আমরা।’







